NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ পিএম

একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘ফাইটার’

বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশনের আসন্ন সিনেমা ‘ফাইটার’! এ সিনেমা দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। সব ঠিক থাকলে বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে আগামী ২৫ জানুয়ারি এ দেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এমনই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।

 

সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।

এর আগে বাংলাদেশে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’। এ ছাড়া গেল শুক্রবার মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’।

‘ফাইটার’ সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন বলিউডের দুই হার্টথ্রব হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোন।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ভরপুর অ্যাকশনে প্যাকড চলচ্চিত্র  ‘ফাইটার’।

 

উল্লেখ্য, করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর প্রমুখ।

 

‘পাঠান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে।