NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

গায়িকা লিন্ডা রনস্ট্যাডের জীবনী পর্দায় আনছেন গোমেজ


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ১১:৩৫ পিএম

গায়িকা লিন্ডা রনস্ট্যাডের জীবনী পর্দায় আনছেন গোমেজ

কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মিউজিক ছেড়ে অভিনয়েই মনোযোগ দিতে চান। এবার নিজের আসন্ন চলচ্চিত্রের বিষয়েও ঘোষণা দিলেন জনপ্রিয় পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে গোমেজ জানিয়েছেন, তিনি একটি আসন্ন বায়োপিকে মিউজিক্যাল আইকন লিন্ডা রনস্ট্যাডের চরিত্রে অভিনয় করবেন। বেশ কিছু সময় ধরে সিনেমাটির বিষয়ে একাধিক গুঞ্জন চলছিল।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, গোমেজই এই চরিত্রে নির্মাতাদের পছন্দ। এবার গোমেজ নিজেই জানালেন, তিনিই হাজির হচ্ছেন লিন্ডা রনস্ট্যাড হয়ে।

 

 

ইনস্টাগ্রামে গোমেজ লিখেছেন, ‘এই প্রকল্পের জন্য আমার হৃদয় কতটা ব্যাকুল তা বর্ণনা করার জন্য আমার কাছে কোনো শব্দ নেই। এটি আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে বলে আশা করছি।

’ ডেডলাইন-এ প্রকাশিত তাঁর আসন্ন বায়োপিকের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন গোমেজ। অপর একটি স্টোরিতে গোমেজ মিউজিক কিংবদন্তি রনস্ট্যাডের একটি সাদা-কালো ছবিও শেয়ার করেছেন। এদিকে গায়িকা রনস্ট্যাডও তাঁর ইনস্টাগ্রামে গোমেজের পোস্টটি শেয়ার করেছেন।

 

জানা গেছে, বয়লান এবং জেমস কিচ, যারা রনস্ট্যাডের ২০১৯ সালের ডকুমেন্টারি ‘দ্য সাউন্ড অব মাই ভয়েস’ এবং জনি ক্যাশের বায়োপিক ‘ওয়াক দ্য লাইন’ প্রযোজনা করেছেন, তারা এই মুভিটিও প্রযোজনা করবেন।

সিনেমার শিরোনাম এবং অন্য অভিনেতাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

 

রনস্ট্যাড দীর্ঘ পাঁচ দশক ধরে সংগীত জগতে নিজের আধিপত্য রেখেছেন। ২০১৪ সালে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত হওয়া এবং ২০১৬ সালে রেকর্ডিং একাডেমি থেকে আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার পাশাপাশি রনস্ট্যাড তাঁর বর্ণিল কর্মজীবনে ১১টি গ্র্যামি জিতেছেন।