NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ঢাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ঢাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত

সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে তরুণদের সচেতন ও অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও এক্সপ্রেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় প্রজন্ম ওয়েভ শর্টফিল্ম প্ল্যাটফর্ম বৃহস্পতিবার (২ মে) এই প্রদর্শনীর আয়োজন করে।

মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত পীটার হ্যাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সাহস মোস্তাফিজ, সভাপতি সাদিয়া আশরাফী থিজবী এবং সাধারণ সম্পাদক জয় দাস।

রাষ্ট্রদূত পিটার হ্যাস তার বক্তব্যে ঢাবি সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশপ্রেম, সাংস্কৃতিক বৈচিত্র্য, লিঙ্গ সমতা এবং ধর্মীয় সহিষ্ণুতা অত্যন্ত প্রয়োজন।

নাট্যকর্মী ত্রপা মজুমদার বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো শুধু দেখলেই চলবে না, অনুধাবন করাও জরুরি। চলচ্চিত্রকে অনুভব করতে হবে। তারুণ্যের জাগরণে চলচ্চিত্র হতে পারে অন্যতম বার্তাবাহক।

আয়োজনে বাশার জার্জিস পরিচালিত এবং আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত ‘মর্নিং কফি’, আবিদ মল্লিক পরিচালিত ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত ‘হেডলাইন’ এবং চৈতালী সমদ্দার পরিচালিত ‘মাগফিরাত’ নামক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।