NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

শীতকালীন ঝড়ের মুখে নিউইয়র্ক, তুষার-বৃষ্টিতে কাবু


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:২৭ এএম

শীতকালীন ঝড়ের মুখে নিউইয়র্ক, তুষার-বৃষ্টিতে কাবু

নিউইয়র্ক সিটির বাসিন্দারা এরই মধ্যে নগর জুড়ে শীতকালীণ ঝড়ের তীব্রতা অনুভব করতে শুরু করেছে। আর ধারণা করা হচ্ছে গোটা উইকএন্ড জুড়েই এই ঝড়ের কবলে কাবু হয়ে থাকবে এই সিটি।

তুষার ও বৃষ্টির একটা মিশ্রিত আবহাওয়ায় কাটবে নগরবাসীর। ভারি বৃষ্টিপাত শুরু হয় শনিবার বিকেল ৫টার দিকে। এর আগে দুই ঘণ্টা জুড়ে তুষারপাত হয় নগরের বিভিন্ন স্থানে। কোথাও কোথাও ১-২ ইঞ্চি পর্যন্ত তুষার জমে যায়।

রবিবারেও দিনের প্রথমভাগে তুষার ও বৃষ্টি উভয়ই দেখতে পাবে নগরবাসী। তবে তুষার খুব বেশি পড়বে না। ঘাস কিংবা গাড়ির ওপর সামান্য জমতে পারে তুষার।

এদিকে শীতকালীন ঝড়র এরই মধ্য পূর্বউপকুলে এসে পড়েছে এবং রাতেই নিউইয়র্ক সিটিতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঝড়ের সতর্কতা এরইমধ্যে জারি করা হয়েছে। নিউ ইংল্যান্ড ও নর্থ ক্যারোলিনায়ও। ওইসব এলাকায় ঝড়ের কারণে ৬ ইঞ্চির বেশি তুষার জমতে পারে। তবে

তুষার সরানোর শোভেল প্রস্তুত রাখতে হবে। বরফে বুট পরতে হবে, এসব সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

নিউইয়র্কে সবশেষ একইঞ্চি পরিমান তুষার পরে ২০২২ সালে। এর ৬৮০ দিন পড়ে তুষার দেখলো নিউইযর্কবাসী। আর নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক ১৫০ বছরে রেকর্ড মতে এবছরই সর্বোচ্চ সময় পর্যন্ত তুষারহীন থাকলো এই পার্ক।

নিউইয়র্ক সিটির ইতিহাসে ২০২৩ এ সবচেয়ে কম তুষার পড়ে। এ বছর মোট তুষার পড়ে গড়ে ৫ ইঞ্চি। এখানে প্রতিবছর গড়ে ৩০ ইঞ্চি তুষার পড়ে আসছে।

শীতকালীণ ঝড়ের কথা জানিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েেছেন মেয়র এরিক অ্যাডামস।