NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রাজশাহী-১ আসনে মাহিসহ ৯ প্রার্থীর জামানত বাতিল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

>
রাজশাহী-১ আসনে মাহিসহ ৯ প্রার্থীর জামানত বাতিল

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সেই চৌধুরী সাহেবের কাছেই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ওই আসনে (নৌকা) প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। ভোটের প্রচারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তাঁকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

গত রবিবারের ভোটে তানোর-গোদাগাড়ী দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

 
আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট। নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী (কাঁচি) পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। 

 

তানোর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মোট ভোটের ৮ শতাংশ ভোট না পেলে প্রার্থীরা জামানত হারাবেন। নিয়ম অনুযায়ী মাহিসহ ৯ জন প্রার্থী আট শতাংশের কম ভোট পেয়েছেন।

 
মাহির সঙ্গে এই আসনে আরো আটজন প্রার্থী জামানত হারিয়েছেন।

 

জামানত হারানো প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু (সোনালি আঁশ) প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা (নোঙর) প্রতীকে এক হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন (লাঙল) প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) প্রতীকে দুই হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা (আম) প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) প্রতীকে ৩৩৫ ভোট, বিএনএফের প্রার্থী মো. আল সাআদ (টেলিভিশন) প্রতীকে ৬০৩ ভোট ও আখতারুজ্জামান আকতার (ঈগল) প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।