NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৮ নেতা গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৮ নেতা গ্রেপ্তার

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার অভিযোগে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ বিএনপির অঙ্গসংগঠনের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি প্রধান হারুন-অর-রশিদ আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ এবং ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজী মনসুর আলম, মো. ইকবাল হোসেন স্বপন, মো. রাসেল, দেলোয়ার হাকিম বিপ্লব, মো. সালাউদ্দিন, মো. কবির, মো. হাসান আহমেদ ও নবী উল্লাহ নবী।

 
তারা সবাই বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

 

এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।