NYC Sightseeing Pass
Logo
logo

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউইয়র্কে ৪ জানুয়ারী বৃহষ্পতিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সাধারন সম্পাদক আসেফ বারী টুটুলের পরিচালনায় জ্যাকসন হাইট নবান্ন রেষ্টুরেন্টে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া।
উপদেষ্টা সৈয়দ শওকত আলী, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া, সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করেন।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, সহ সাধারন সম্পাদক এডঃ আব্দুল হাই কাইয়ুম, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, সভাপতি জাতীয় যুব সংহতি আব্দুল কাদির লিপু, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল, মোহাম্মদ মনিরুজ্জামান ও এবাদুর রহমান খালেদ।
সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে প্রয়াত রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদ জাতীয় পার্টি করেন এবং প্রসাশনিক বিকেন্দ্রীকরন, ঔষধনীতি, যোগাযেগ ব্যবস্হার বৈপ্লবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহন করা নিয়ে বিশদ আলোচনা করে বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
সভায় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্টপতি এইচ এম এরশাদসহ বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের রূহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি দীর্ঘায়ু কামনা করা হয়।