NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

পীরগঞ্জে জনসভায় শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৭ এএম

পীরগঞ্জে জনসভায় শেখ হাসিনা

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি পীরগঞ্জ হাইস্কুল মাঠে সভামঞ্চে উঠেন।


সভায় প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে বক্তব্য দেবেন।

এর আগে তিনি বেলা ১১টায় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের সমর্থনে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেন।

 

ওই সভা শেষে তিনি পীরগঞ্জের ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানেই তিনি দুপুরের খাবার খান।

এর আগে সকাল ১০টায় নির্বাচনী জনসভায় যোগ দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রংপুরের উদ্দেশে রওয়ানা দেন। বিমানযোগে সৈয়দপুর পৌঁছান তিনি। এ সফরে তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাসহ আরও অনেকে।