NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

মালাইকা এখন অতীত, দ্বিতীয় বিয়ে করলেন আরবাজ খান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৬ এএম

মালাইকা এখন অতীত, দ্বিতীয় বিয়ে করলেন আরবাজ খান

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের খান পরিবারের অন্যতম অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। সালমান খানের ছোট ভাই ৫৬ বছর বয়সে এসে দ্বিতীয়বারের মতো জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। মেকআপ আর্টিষ্ট শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।

আরবাজ খানের বিয়েতে ভাই সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়।

 
ছিলেন আরবাজ-মালাইকার ছেলেও। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে।

 

সাবেক স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রিয়ানির সাথে সম্পর্কে জড়ান আরবাজ খান। তবে সম্প্রতি সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন।

 
এর আগে, ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে আরবাজের সাথে তাঁর বিচ্ছেদ নিশ্চিত করেছিলেন জর্জিয়া। তিনি বলেন, ‘আমরা সেরা বন্ধুর মতো ছিলাম। তাঁর জন্য আমার সবসময় অনুভূতি থাকবে।’

 

আরবাজের স্ত্রী শুরা খান একজন বলিউড মেকআপ শিল্পী।

 
বেশ কিছু চলচ্চিত্রে মেকআপ আর্টিষ্ট হিসেবে কাজ করেছেন শুরা খান। সম্প্রতি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন শুরা। আরবাজ খানের বিয়েতে এদিন হাজির হতে দেখা যায় রাভিনা ট্যান্ডনকেও। রাভিনার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে রাশা থাডানি। বিয়ের অনুষ্ঠানে এই ঋদ্ধিমা পণ্ডিত, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা সহ আরও অনেককেই দেখা যায়।
 

 

আরবাজ খান ও মালাইকা আরোরা ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের পর দুজনে ২০১৬ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘোষণা করেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। দুজনের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম আরহান।