ঢাকাই চলচ্চিত্রে জুটি হয়ে সবচেয়ে বেশি ছবি করেছেন আলমগীর ও শাবানা। ১৩০টি ছবিতে পাওয়া গেছে তাঁদের। এ ছাড়া রাজ্জাক-শাবানা, ফারুক-ববিতা, সালমান শাহ-শাবনূর, মৌসুমী-ওমর সানি, শাবনূর-রিয়াজ ও শাকিব-অপু বিশ্বাস জুটিকেও দারুণ পছন্দ করেছে দর্শক। এবার জিয়াউল রোশান ও শবনম বুবলি জুটি হিসেবে আশার আলো দেখাচ্ছেন।