NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

মুক্তি পেল ‘ডানকি’, শীতের সকালেও ছিল দর্শকের ভিড়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ পিএম

মুক্তি পেল ‘ডানকি’, শীতের সকালেও ছিল দর্শকের ভিড়

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! সকাল থেকেই ভক্তদের লাইন ছিলো হলে। কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি।

 
মাফলার, টুপি পরে প্রেক্ষাগৃহে হাজির ছিলেন দর্শক। তবে কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জাওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। ‘ডানকি’র শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে।
 

 

এ নিয়ে ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এ হেন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। চোখে পড়ল না শাহরুখের কাট আউট বা ব্যানার নিয়ে পরিচিত ভিড়।

 
এর কারণ হিসেবে উপস্থিত এক দর্শক জানান, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তার পর সারাদিন ধরে উদ্‌যাপন তো চলবেই।’

 

এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন।

 
এছাড়াও শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির একত্রে প্রথম ছবি কেমন করে স্ক্রিন মাতালেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সিনেমাটি তাঁদের সেই প্রত্যাশার পারদ পূরণ করেছেন বলেই জানিয়েছেন ভক্তরা।