ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে একটি বিশেষ নৈশভোজে অংশ নেন ভারতীয় এবং রুশ বীর যোদ্ধা ও তাঁদের পরিবার। সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এ সময় ভারতীয় এবং রাশিয়ান প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা নিজ নিজ দেশের পক্ষ হতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানান। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিরা ‘মিউজিক্যাল টিউনস্’ উপভোগ করেন।