NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

নিউইয়র্কের ব্রঙ্কসে ভবন ধস, ৭টি অনিয়ম, গৃহহীন ১৩৮ জন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ এএম

নিউইয়র্কের ব্রঙ্কসে ভবন ধস, ৭টি অনিয়ম, গৃহহীন ১৩৮ জন

নিউইয়র্কের ব্রঙ্কসে একটি ভবনের একাংশ ধসে পড়েছে। সোমবার বিকালে এই ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছে। সোমবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ধ্বংসস্তুপের নিচে কারও অস্তিত্ব খুঁজে পায়নি বলে জানিয়েছে। ধ্বংসস্তুপ কোথাও ১২ ফুট পর্যন্ত উঁচু হয়ে আছে যা সরিয়ে দেখা হয়েছে বলে জানায় এফডিএনওয়াই। মঙ্গলবার সকাল পর্যন্ত সেগুলো সরানোর কাজ চলছিলো। সেকারণে ঘটনাস্থলের আশেপাশের সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক হয়নি। বার্নসাইড ও ইউনিভার্সিটি এভিনিউর সড়কে কয়েকটি স্ট্রিটে এখনও কোনো যানবাহন চলছে না।

ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে কল পেয়ে এই ঘটনাস্থলে যায়। মরিস হাইটসের ফেলান প্লেসের কাছে বিলিংসলি টেরাস নামের ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তারা দুই জনকে সামান্য আহত অবস্থায় পায় বলে জানায় এনওয়াইএফডি।

দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ারের কর্মীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউইয়র্ক সিটি এমার্জেনসি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কমিশনার জাকারি ইসকল। তিনি বলেন, ভবনটির বাসিন্দাদের জন্য দ্রুত পিএস ৩৯৬ এর সেবাকেন্দ্র খোলা হয়। সেখানে ডেকে নেওয়া হয় চারটি বাস। যাতে এর ভেতরে ভবনটির বাসিন্দারা উষ্ণতার মধ্যে অবস্থান করতে পারেন। এছাড়া অ্যামেরিকান রেড ক্রসের কর্মীরা বাসিন্দাদের সব ধরনের সেবা দেন।

রেডক্রস জানায় ৩৭ টি পরিবারের ১৩৮ জন মানুষ এই ভবন ধসের ঘটনায় গৃহহীন হয়ে পড়েন।

ভবনটি এক-চতুর্থাংশ ভেঙ্গে পড়েছে বলে জানান ফায়ার কমিশনার লরা কাভানা।

ডিপার্টমেন্ট অব বিল্ডিং এর রেকর্ড বলছে, গত ছয়মাসে এই ভবনটির বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ তারা পেয়েছে যা ছিলো এর নির্মাণ প্রক্রিয়ার দুর্বলতা সম্পর্কিত। ডিওবি'র কমিশনার জেমস অডো সাংবাদিকদের জানান, সাতটি প্রকাশ্য অনিয়মের ঘটনা ঘটেছে এই ভবনটি নির্মাণে। যার দুটি ভবন ডিপার্টমেন্ট এবং ৫টি পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ডের বিধান।