NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

গাজীপুরে ট্রেনের সাত বগি লাইনচ্যুত, নিহত ১


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

গাজীপুরে ট্রেনের সাত বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসলাম (৩৫)।

 
তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। দুর্ঘটনার পর জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানিয়েছেন, দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

 

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, আজ ভোর চারটা ২০ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বনখড়িয়া পৌঁছার পর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। সেখানে রেললাইনের একটি অংশ দুর্বৃত্তরা কেটে ফেলেছিল বলে জানা গেছে।