NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল করা তারকা কারা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৭ এএম

২০২৩ সালে সবচেয়ে বেশি গুগল করা তারকা কারা

শেষ হতে চলেছে ২০২৩ সাল। এ বছর ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিশেষ পরিবর্তনের বছর। করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় বক্স অফিস। নির্মাণ হয়েছে দারুণ সব চলচ্চিত্র।

 
হিট, সুপারহিট মিলিয়ে এ বছর বলিউডসহ দক্ষিণের সব ইন্ডাস্ট্রি ছিল একেবারেই চাঙ্গা। আর তাই বছরজুড়ে ভারতীয় সিনেমা ও তারকারাও ছিলেন আলোচনা ও অনুসন্ধানের শীর্ষে। 

 

বছর শেষে ২০২৩ সালের সার্চ (অনুসন্ধান) তালিকার সেরাদের নাম প্রকাশ করেছে গুগল। বছরের সেরা ট্রেন্ডিং সার্চের বার্ষিক তালিকায় বছরের সেরা ১০টি সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্রের মধ্যে তিনটি ভারতীয় চলচ্চিত্র রয়েছে, যেখানে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’ রয়েছে।

 
অপরদিকে কিয়ারা আদভানি বছরের সবচেয়ে বেশি অনুসন্ধান করা অভিনয়শিল্পীদের মধ্যে একজন।

 

২০২৩ সালে ভারতীয় অভিনয় শিল্পীদের মধ্যে সার্চ তালিকায় শীর্ষে রয়েছেন কিয়ারা আদভানি। বিশ্বব্যাপী অনুসন্ধান তালিকায় বেশ কয়েকটি ভারতীয় তারকা ও সিনেমার নাম জায়গা পেয়েছে। বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা অভিনেতাদের মধ্যে কিয়ারা আদভানি নবম স্থানে রয়েছেন।

 
এমনকি ভারতীয়দের মধ্যে এই অভিনেত্রীকে এ বছর সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।

 

1
হাসপাতালে চিকিৎসারত জেরেমি রেনার (পূর্বের ছবি)

বিশ্বব্যাপী ২০২৩ সালের সর্বাধিক অনুসন্ধান করা তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন হলিউড অভিনেতা ও মার্ভেল তারকা জেরেমি রেনার। এ বছরের শুরুতে বরফ পরিষ্কার করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জেরেমি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা। তার অভিনীত ‘ওয়েডনেসডে’ সর্বাধিক আলোচনায় ছিল।

 
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জাপানি অভিনেতা ইচিকাওয়া এননোসুকে আইভি। নিজের বাবা-মাকে আত্মহত্যায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই অভিনেতা। 

 

সর্বাধিক অনুসন্ধান করা তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা ডেনি ম্যাটারসন। দুটি ধর্ষণের মামলায় ৩০ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন এই অভিনেতা। বছরজুড়ে ছিলেন তুমুল আলোচনায়। পঞ্চম স্থানে রয়েছেন হলিউড অভিনেতা পেড্রো পাসকেল। তার অভিনীত ‘দ্য লাস্ট অফ আস’ এ বছর সবচেয়ে আলোচিত ও সফল সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে দর্শকমনে। ষষ্ঠ স্থানে রয়েছেন অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স। শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

1
এ বছর বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা-সিদ্ধার্থ

তালিকার সপ্তম স্থানে রয়েছে বেন্ডন ফ্রেসার। বড় পর্দা থেকে একরকম হারিয়েই গিয়েছিলেন অভিনেতা। তবে গত বছর দ্য হুয়াল-এ দুর্দান্ত অভিনয় করে অস্কার জয় করেন এই অভিনেতা। এরপর থেকেই তুমুল আলোচনায় তিনি। তালিকার অষ্টম স্থানে রয়েছেন রাসেল ব্রান্ড। চারজন নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই অভিনেতা।

সর্বাধিক অনুসন্ধান করা তালিকার নবম স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বছরের শুরুতেই অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা। এ ছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনে নতুন মুখ হয়েছেন তিনি। সরিয়েছেন ক্যাটরিনা কাইফকে। চলতি বছর ‘সত্যপ্রেম কি কথা’তে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। এই তালিকার দশম স্থানে রয়েছেন আলোচিত কমেডিয়ান ম্যাট রাইফ। একের পর এক বিতর্কিত মন্তব্য ও কৌতুকের কারণে এ বছর কাজ থেকে বাদ দেওয়া হয় তাকে।

এ দিকে বছরজুড়ে অনুসন্ধান করা সিনেমার তালিকায় জায়গা পেয়েছে ভারতের তিনটি চলচ্চিত্র। তালিকার প্রথমস্থানে রয়েছে বছরের সেরা আয়কারী চলচ্চিত্র বার্বি। দ্বিতীয় স্থানে ওপেনহাইমার। তৃতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের জওয়ান। চতুর্থ স্থানে সাউন্ড অব ফ্রিডম। পঞ্চম স্থানে রয়েছে কিয়ানু রিভসের ‘জন উইক চ্যাপ্টার ৪।’ অনুসন্ধানে ষষ্ঠ স্থানে রয়েছে অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার। সপ্তম স্থানে রয়েছে এভরিথিং এভরিহয়্যার অল এট ওয়ান্স। সর্বাধিক অনুসন্ধানের তালিকায় অষ্টম স্থানে রয়েছে গাদার ২। নবম স্থানে রয়েছে ক্রিড ৩ এবং দশম স্থানে রয়েছে শাহরুখ খানের পাঠান।