NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে তাঁরা। কালোবাজারি, মজুদদার ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

ডিবিপ্রধান বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গতকাল শনিবার  দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে।’

তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা মনে করি, এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির পাঁয়তারা করে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।’

গত শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম বেড়ে যায়।

 
গত সপ্তাহে যে পেঁয়াজের কেজি ১১০ থেকে ১২০ টাকা রাখা হয়েছে, এখন সেটা বিক্রি করা হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।