NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

প্রকাশ্যে ‘ফাইটার’ র টিজার, নজর কাড়লেন হৃতিক ও দীপিকার রসায়ন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

প্রকাশ্যে ‘ফাইটার’ র টিজার, নজর কাড়লেন হৃতিক ও দীপিকার রসায়ন

আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফাইটার’। আজ প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের টিজারে ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’এর অ্যাকশন। যা নজর কেড়েছে ভক্তদের।

 
টিজার দেখেই বুঝা যাচ্ছে বক্স অফিস কাঁপাতে তৈরি হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুররা!

 

টিজারে, ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের পোশাকে জেট বিমানে মাঝ আকাশের লড়াইয়ের এক ঝলক দেখা গেছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে। জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন। এছাড়াও, দীপিকা আর হৃতিকের একটি নাচের রোমান্স ও ধরা পড়েছে টিজারে।

 

 

zxfbhko
‘ফাইটার’এর টিজারের একটি দৃশ্য

প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই জুটি বাঁধলেন দুজন।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে।

 
অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালক ‘ফাইটার’ হচ্ছে বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুটিং হয়েছে।

 

করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

 
‘পাঠান’সিনেমার দুর্দান্ত সাফল্যের পর এখন অপেক্ষায় সিদ্ধার্থের এই সিনেমার। এখন দেখার অপেক্ষা ‘ফাইটার’ কেমন ব্যবসা করে।