আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফাইটার’। আজ প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের টিজারে ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’এর অ্যাকশন। যা নজর কেড়েছে ভক্তদের।
খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম
আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফাইটার’। আজ প্রকাশ্যে এলো সিনেমাটির টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের টিজারে ঝলকে ধরা পড়ল ‘ফাইটার’এর অ্যাকশন। যা নজর কেড়েছে ভক্তদের।
টিজারে, ভারতীয় বিমানবাহিনীর পাইলটদের পোশাকে জেট বিমানে মাঝ আকাশের লড়াইয়ের এক ঝলক দেখা গেছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে। জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন। এছাড়াও, দীপিকা আর হৃতিকের একটি নাচের রোমান্স ও ধরা পড়েছে টিজারে।
প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই জুটি বাঁধলেন দুজন।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে।
করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।