NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ ১০১ কোটি টাকা আর্থিক সহায়তা করেছে জুলাই ফাউন্ডেশন ভারত-পাকিস্তান ইস্যুতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পোস্ট ধ্বংসের দাবি পাকিস্তানের প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে গডজিলার আদলে নাগজিলা, কে হবেন ভয়ঙ্কর ভিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে
Logo
logo

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

>
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার একজন বন্দুকধারী গুলি চালালে তিনজন নিহত এবং একজন গুরুত্বর আহত হয়। ঘটনার একঘণ্টা পর কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি এবং হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।

 

 

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের কেভিন ম্যাকমাহিল জানান, আহত ব্যক্তি গুরুত্বর আঘাত পেলেও তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরো জানান, ঘটনা চলাকালীন আরো বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়ে। সন্দেহভাজনদের ধরার জন্য ক্যাম্পাসে অভিযানের সময় বেশ কয়েকজন কর্মকর্তা সামান্য আঘাত পায়। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

সহিংসতার সম্ভাব্য উদ্দেশ্য এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ধরণসহ কিছুই বিস্তারিতভাবে জানায়নি পুলিশ। বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক ভিনসেন্ট পেরেজ বলেছেন, ক্যাম্পাসে ভিতরে প্রচুর গুলির শব্দ শুনেছিলেন। তিনি বলেন, ‘সাত, আটবার একের পর এক খুব জোরে গুলির শব্দ শোনা গেছে।’ তিনি আরো বলেন, ‘গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমরা ভিতরে ফিরে যাই এবং বুঝতে পারি আসলেই বন্দুক হামলা হচ্ছে।

 

 

স্থানীয় পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া সাংবাদিকদের বলেছেন, সকাল ১১টা ৪৫ মিনিটে বন্দুক হামলার খবর পাই আমরা। ক্যাম্পাসে পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ‘পুলিশ খুব দ্রুত পরিস্থিতি সামলাতে পেরেছে, তা না হলে আরো প্রাণহানির ঘটনা ঘটত।’ মেট্রোপলিটন পুলিশ বিভাগের ম্যাকমাহিল বলেন, হলের চতুর্থ তলায় বন্দুক হামলা শুরু হয় এবং নিচ তলায় তা শেষ হয়। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

 

 

বিশ্ববিদ্যালয়ের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলও স্থগিত করা হয়েছে। নেভাদা বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট, ৮ হাজার স্নাতকোত্তর এবং ডক্টরেট প্রার্থীর শিক্ষার্থীরা পড়াশোনা করেন। ২০১৭ সালেও লাস ভেগাসের একটি উঁচু হোটেলের জানালা থেকে একটি সংগীত উৎসবে গুলি চালায় এক বন্দুকধারী। এতে  ৬০ জন নিহত হন।