NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৪৫ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৪৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৪৫ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এরা সবাই লিবিয়ার রাজধানী ত্রিপলীর বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ বুধবার সকালে বুরাক এয়ারের চাটার্ড ফ্লাইট যোগে দেশে এসে পৌঁছান এই বাংলাদেশি প্রবাসীরা।

 
গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৫ অনিয়মিত বাংলাদেশির ফেরার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

দেশে ফিরে আসার পর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেক অনিয়মিত বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ বাবদ ৬ হাজার ৫০০ টাকা ও কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। পাশাপাশি লিবিয়াতে জেলে অবস্থানকালীন সময় তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা তাদের প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে উদ্বুদ্ধ করা হয়।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্ত্বর বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, এই ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি বাদেও ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে ২৮ নভেম্বর ১৪৩ জন ও ৩০ নভেম্বর ১১০ জন অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে তিনটি চাটার্ড ফ্লাইটে ৩৯৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।