সারা দেশে কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার থেকে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারী একজন ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এ ছাড়াও কার্ডধারীরা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।