NYC Sightseeing Pass
Logo
logo

নিউইয়র্কে লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন’র থিম পার্টি অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিউইয়র্কে লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন’র থিম পার্টি অনুষ্ঠিত

নিউইয়র্কের লেহম্যান কলেজে সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন অব লেহম্যান কলেজ’র উদ্যোগে থিম পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ভাষাভাষী ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে আনন্দ উৎসাহের মাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হয়। থিম পার্টির আয়োজনের মধ্যে ছিল উপস্থিত ছাত্রছাত্রীদের অংশগ্রহনে আনন্দ আড্ডা, গেটটুগেদার ও মধ্যাহ্ন ভোজ।
সম্প্রতি লেহম্যান কলেজে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত হয় সাউথ এশিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন অব লেহম্যান কলেজ। ক্লাবের সভাপতি জুলফা বেগম, ভাইস প্রেসিডেন্ট নিশাত আনিকা, সামাজিক মিডিয়া কোর্ডিনেটর মারুফা সুলতানা, ইভেন্ট ড্রাইরেক্টর তাসনিয়া ইসলাম, সদস্য সাদিয়া রহমান, ফাতেমা রহমান, হোমাহেরা, দেবেনা, আরিয়ানা, শ্রীয়া, তাইফা, অমি খানম, লুৎফা বেগম।