NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

শীত জেঁকে বসেছে নিউইয়র্কে, বাতাসে তুষারকণা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

শীত জেঁকে বসেছে নিউইয়র্কে, বাতাসে তুষারকণা

নিউইয়র্ক সিটিতে শীত জেঁকে বসেছে। মঙ্গলবার শীত নেমে এসেছিলো ৩০ ডিগ্রি ফারেনহাইটে। যার প্রকৃত অনুভব ছিলো ২০ ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসাবে এর পরিমাপ ছিলো -১ ডিগ্রি। এদিকে বুধবার সকালটা শুরু হয় -৪ ডিগ্রি সেলসিয়াস দিয়ে। সূর্যালোকে ভরপুর থাকলেও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। আবহাওয়া দফতর বলছে ২৭০ দিনের মধ্যে মঙ্গলবারই ছিলো সর্বনিম্ন তাপমাত্রা। বুধবারে যা আরও কমেছে। এ বছরের ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথম তাপমাত্রা এতটা কমলো।

নিউইয়র্কের আপস্টেটে তুষার ঝড়ের প্রভাবেই সিটিতে তাপমাত্রা কমেছে। বাফেলোর দক্ষিণাঞ্চীয় এরি কাউন্টিতে মঙ্গলবার এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কের আকাশ ছিলো রৌদ্রময়। তবে দুপুরের পরে তুষার কনা উড়তে দেখা গেছে বাতাসের সাথে। সপ্তাহের পরের দিকে আরও তুষার পড়তে পারে সিটির উত্তর দিকে এমনটাই ধারনা করা হচ্ছে।

গত ৬৫০ দিনেও সিটিতে এক ইঞ্চি তুষারপাত দেখা যায়নি। সবশেষ ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ১.৬ ইঞ্চি তুষার পড়েছিলো নিউইয়র্ক সিটিতে।