NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

নিকিতা গান্ধীর কনসার্টে পদপিষ্ট হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

নিকিতা গান্ধীর কনসার্টে পদপিষ্ট হয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতীয় সংগীতশিল্পী নিকিতা গান্ধীর কনসার্টে পদপিষ্ট হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। শনিবার (২৫ নভেম্বর) ভারতের কেরালার কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ দুর্ঘটনা ঘটে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার বিকালে কেরালার কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কনসার্টের আয়োজন করা হয়। শো চলাকালীন হঠাৎ বৃষ্টি নামে।

 
যেখানে কনসার্ট হচ্ছিল, তার অধিকাংশ জায়গাই ছিল খোলা, ফলে শিক্ষার্থীরা ছাউনিতে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করে। আর এতেই এই দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হন প্রায় ৬০ জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে দুই তরুণ ও দুই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
 
আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

1
নিকিতা গান্ধী

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এম আর অজিত কুমার বলেন, ‘এটি বার্ষিক ফেস্টিভ্যাল ছিল। ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এটি চলার কথা ছিল। কনসার্টটি একটি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল; যার ধারণ ক্ষমতা ১ হাজার থেকে দেড় হাজার মানুষের।

 

 

কনসার্টটির মূল আকর্ষণ ছিলেন ‘রাবতা’খ্যাত গায়িকা নিকিতা গান্ধী। এ ঘটনায় বেশ ভেঙে পড়েছেন গায়িকা। সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আজ বিকালে কোচিতে যা ঘটেছে তাতে আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমি পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছানোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার দুঃখ বর্ণনা করার মতো শব্দ নেই; মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রার্থনা রইল।

 

 

এ ঘটনায় কেরালের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন ২ জন নারী এবং ২ জন পুরুষ। বহু আহত ছাত্র-ছাত্রীকে কালামেসারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালার কোচিনের এই ভয়াবহ দুর্ঘটনায় ৪৬ জনকে কলমাসেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, এরনাকুলামের জেলাশাসক এনএসকে উমেশ বলেছেন, ১৫ জনকে পর্যবেক্ষণ রাখা হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল।