NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪২ এএম

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

ঢাকা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর একথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

হাইকমিশনার বলেন, ‘সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এই বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনের সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।’

 

আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এরজন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে, বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।’

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া উচ্চমানের সমর্থন দিয়েছে।

আজকে আমরা সে দেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করে দেওয়ার কথা বলেছি।’ 

 

তিনি বলেন, ‘আমরা যে ১০টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে। আমরা তাদের কাছ থেকে মাতারবাড়ির জন্য কয়লা আমদানি করছি। এছাড়া গম, দুধ ও পশম আনছি।’

 

তিনি আরো বলেন, ‘তারা এদেশে শিক্ষা, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি আমাদের প্রচুর জনশক্তি আছে। তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে। ঐখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা তাদের অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হয়নি বলেও মন্ত্রী উল্লেখ করেন।’