গ্রেপ্তার আরো ৪৯০
গতকাল বুধবার রাত ৮টা থেকে সারা দেশে আরো ১২ মামলায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৩৭০ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির ৫১ নেতাকর্মী। এ নিয়ে গত ১৯ দিনে ৬৭৪ মামলায় দলটির ১৫ হাজার ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ের মধ্যে আহত হয়েছেন ছয় হাজার ১৯৭ জন। গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই দাবি করেছেন।
যান চলাচল বেড়েছে, জনমনে আতঙ্ক
গতকাল রাজধানীর রমনা, বাড্ডা, খিলগাঁও, মালিবাগ রেলগেট, বনশ্রী, রামপুরা ব্রিজ, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডা ও নতুন বাজার এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েক দিনের অবরোধের তুলনায় রাস্তায় তুলনামূলক বাস, সিএনজি চলাচল বেড়েছে। আগের মতোই চলছে প্রাইভেট কার, রিকশা। রাস্তায় চাকরিজীবীদেরই মূলত চলাচল করতে দেখা গেছে বেশি। বেশির ভাগ যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়োজন ছাড়া তেমন একটা বের হচ্ছে না তারা।
টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামতের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘রাত ১২টা থেকে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল। নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা করবে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।’
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ আলী জানান, বুধবার রাত ৩টার দিকে খবর পেয়ে রেলস্টেশনে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ভস্মীভূত ও একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি স্টেশনে ঢাকামুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল।
স্টেশন সূত্রে জানা যায়, ঘারিন্দা রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশ সিসিটিভির আওতার বাইরে ছিল।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, দুর্ঘটনার সময় তাঁরা প্ল্যাটফরমে ছিলেন। তাঁদের কাছ থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটেছে। আগুন দেওয়া ট্রেনের পাশে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢুকে পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে নেমে যায়।
মানিকগঞ্জে বিদ্যালয়ে আগুন
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ জানান, জেলার ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ভোরে বিদ্যালয়ের নৈশপ্রহরী মাসুম মিয়া তালাবদ্ধ পঞ্চম শ্রেণির রুমের সামনে আগুন দেখতে পান। এ সময় তিনি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়। এ সময় কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও ডেঙ্গু সচেতনতার ফেস্টুন পুড়ে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভোরে বিদ্যালয়ের বারান্দায় বন্ধ শ্রেণিকক্ষের সামনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের ভেতরের অংশ। গতকাল সকালে তোলা।