বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ বক্তব্যের জেরে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
হত্যার হুমকি ও মানহানির অভিযোগ এনে আজ সোমবার ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। বিচারক বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের জন্য রেখেছেন।
আবেদনে ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুলকে আসামি করার আরজি জানানো হয়েছে আবেদনে।