খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২১ এএম
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শনিবার (১১ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
এর আগে গত সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
এ প্রজ্ঞাপনে ডিএমপি থেকে ১৭ জন পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি ও ২৩ জন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে উন্নীত হন।