জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানস্থ ৩৩/১১ কেভি ও ১৬/২০ এমভি বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে স্পিকার বিদ্যুৎ উপকেন্দ্র দুটি ঘুরে দেখেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় স্পিকারকে বিদ্যুৎ উপকেন্দ্রের সেফটি সম্পর্কে অবহিত করেন প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এডেক্স করপোরেশনের এমডি তারানা আলী ও সিইও নুরুন নবী সুজন।