NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

বিএনপি নয়, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

বিএনপি নয়, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নতুন করে হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। বিএনপি বিরোধী দল নয়, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। কিন্তু বিএনপি আজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

মানুষের জীবনযাত্রা নষ্ট করছে, সম্পদ ধ্বংস করছে এবং মানুষ হত্যা করছে।

 

আজ বুধবার (৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' এর পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা শুধু মানুষ হত্যা করে না, বিদেশিদেরও হত্যা করে। তাবেলা সিজারকে হত্যা করেছে।

জাপানি একজনকে হত্যা করেছে। আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে। মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি।
নতুনভাবে এই দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিরোধী দল সহিংসতা করছে আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোপাগাণ্ডা মেশিনের মাধ্যমে তারা নানারকম প্রচারণা চালায়। আমরা উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি আর তারা ধ্বংস চালাচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।