NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নেটওয়ার্ক শেয়ার শুরু করেছে বাংলালিংক ও টেলিটক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ এএম

নেটওয়ার্ক শেয়ার শুরু করেছে বাংলালিংক ও টেলিটক

বাংলাদেশে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে ন্যাশনাল রোমিংয়ের ফিল্ড ট্রায়াল শুরু করেছে বাংলালিংক এবং টেলিটক। এর ফলে অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কাভারেজের এলাকায় উভয় অপারেটর একে অপরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। আপতত পরীক্ষামূলক কার্যক্রম চলবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার সচিবালয়ে এই ফিল্ড ট্রায়ালের উদ্বোধন করেন।

প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং এসএমএস সেবা পরীক্ষা করা হবে। পরবর্তী পর্যায়ে প্রিপেইড সেবা ও ডেটা পরীক্ষা করে দেখা হবে। ফিল্ড ট্রায়াল শেষ হওয়ার পরে সেবাটি বাণিজ্যিকভাবে চালু করা হবে। এর ফলে উভয় অপারেটরের গ্রাহকদের ভালো নেটওয়ার্ক কাভারেজের সুবিধা ভোগ করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাজ্য সহ ২২টি দেশে এমন সেবা চালু আছে।

উদ্বোধনকালে মোস্তাফা জব্বার বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের টেলিকম অপারেটরদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এটি উভয় অপারেটরের জন্যই ইতিবাচক, কারণ এর মাধ্যমে তারা একে অপরের অবকাঠামো ব্যবহার করতে পারবে। বিশেষ করে টেলিটক সারা দেশে বাংলালিংকের ১৫ হাজারও বেশি সাইট ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পাবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ক‌মিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা সবসময় টেলিকম খাতে অভ্যন্তরীণ সহযোগিতাকে উৎসাহিত এবং সমর্থন করে। ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল এই ধরনের সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, বাণিজ্যিকভাবে চালু হলে এটি উভয় অপারেটরের গ্রাহকদেরকে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ও উচ্চ মানের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা দেবে। 

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান বলেন, ফিল্ড ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে রোমিং চালু করা হলে তা উভয় অপারেটরের গ্রাহকদের উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করবে।