NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

রোনালদো-জামালদের সাবেক কোচ আফ্রিকার সেরার দৌড়ে


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৫ এএম

>
রোনালদো-জামালদের সাবেক কোচ আফ্রিকার সেরার দৌড়ে

আফ্রিকা মহাদেশে সেরা কোচদের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের সাবেক বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক কোচ কার্লোস কুইরোজও। আফ্রিকা মহাদেশের সেরা কোচ, খেলোয়াড়দের ২১ জুলাই মরক্কোতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে।

বাংলাদেশে খুব স্বল্প সময়ে কোচ হিসেবে ছিলেন বেলজিয়ান টম। মালদ্বীপে একটি প্রীতি ম্যাচ ও ভুটানে এশিয়া কাপ বাছাইয়ের প্লে অফ উভয় ম্যাচে বাংলাদেশ তাঁর কোচিংয়ে হেরেছিল। ভুটানের সেই ম্যাচে হারের পর অনেক দিন খেলার বাইরে ছিল বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে সেই গুরুত্বপুর্ণ ম্যাচে জামাল ভুইয়াকে দলে নেননি টম৷ এজন্য সেই সময় বেশ সমালোচনা হয়েছিল। 

বাংলাদেশে ব্যর্থ হলেও আফ্রিকা মহাদেশে দারুণ সফল হয়েছেন। মাল্টায় সফল কোচিং করানোর পর গাম্বিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তার কোচিংয়ে আফ্রিকা নেশন্স কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল করেছে গাম্বিয়া। পর্তুগালের সাবেক কোচ কার্লোস কুইরোজ মিশরকে রানার্সআপ করিয়েছেন মিশরকে৷ পাঁচ সংক্ষিপ্ত কোচের তালিকায় রয়েছেন সেনেগালের কোচ আলিও সিসে৷ তিন জাতীয় দলের কোচের সঙ্গে ২ জন ক্লাব কোচও আছেন সেরা হওয়ার দৌড়ে। 

আফ্রিকার সেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন সাদিও মানে, মো সালাহ, রিয়াদ মহারেজের সঙ্গে আরো সাত ফুটবলার রয়েছেন। সেরা কোচ, বর্ষসেরা ফুটবলারের সঙ্গে উদীয়মান তারকা, সেরা জাতীয় দলও পুরস্কৃত হবে৷ আফ্রিকা কনফেডারেশনের ট্যাকনিক্যাল কমিটি, বিশিষ্ট সাংবাদিক, অধিনায়কদের ভোটে সেরারা নির্বাচিত হবেন।