NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কাজাখ খনিতে আগুন : নিহত বেড়ে ৪২, এখনো নিখোঁজ ৪


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

কাজাখ খনিতে আগুন : নিহত বেড়ে ৪২, এখনো নিখোঁজ ৪

কাজাখস্তানের কারাগান্ডা অঞ্চলে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, দুপুর ৩টা (স্থানীয় সময়) পর্যন্ত ৪২ জনের মৃতদেহ পাওয়া গেছে। চার খনি শ্রমিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

শুক্রবারের শেষের দিকে লুক্সেমবার্গভিত্তিক বহুজাতিক ইস্পাত উৎপাদন করপোরেশন আর্সেলরমিত্তাল পরিচালিত কোসতেনকোর কয়লাখনিতে আগুন ছড়িয়ে পড়ে।

 
দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২৫২ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

 

ঘটনার পর কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ সরকারকে কম্পানিটির সঙ্গে সহযোগিতা বন্ধের নির্দেশ দেন এবং ২৯ অক্টোবরকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন।