NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২০, ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:০০ এএম

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ কথা বলেন। শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন (ব্রিফিং) ডেকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

 

 

গতকাল শনিবার পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ও আজকের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এদিকে গতকাল রাতে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ জনগণকে সব ধরনের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকরা চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে বা আইনি সহায়তার প্রয়োজন হলে নিকটস্থ পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 
নাগরিকদের নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে।

 

এর আগে গতকাল শনিবার দুপুরে সংঘর্ষে নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ সংঘর্ষ হয়।