অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, ইসরায়েলের চলমান বোমাবর্ষণের কারণে গাজায় নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে এক হাজার ৮৭৩ শিশুও রয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৪৫ হয়েছে।
এ ছাড়া ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে এক হাজার ২৩ জন নারী রয়েছে বলেও এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কুদরা জানিয়েছেন।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের মাধ্যমে গাজায় সংঘাত শুরু হয়েছিল।