NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের ভারত ও পাকিস্তানকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে: উপদেষ্টা আসিফ ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১ যুদ্ধবিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
Logo
logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টবর বৃহস্পতিবার বাদ এশা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ৭২ষ্ট্রীট এবং রুজভেল্ট এভিনিউস্থ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা সাদেক। মাহফিলে কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর সভাপতিতে হাবিবুর রহমান সেলিম রেজা’র সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম ও যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ স¤্রাট ও মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম।

মাহফিলে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহবায়ক যথাক্রমে রুহুল আমিন নাসির, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন ও মোঃ নাসির উদ্দীন, সদস্য যথাক্রমে জামালুর রহমান চৌধুরী, কামাল হাওলাদার, মোহাম্মদ হাসান, যুবদলের মনিরুল ইসলাম মনির, মনিরুল ইসলাম, জামাইকা শাখার আজিজুল হাওলাদার, সোহেল রানা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, দোয়া ও মিলাদ শেষে তবারক বিতারণ করা হয়।