NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

কানাডায় ‌‘কবিতায় কবি আসাদ চৌধুরী’ শীর্ষক স্মরণসভা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

কানাডায় ‌‘কবিতায় কবি আসাদ চৌধুরী’ শীর্ষক স্মরণসভা

কানাডায় ‌‘কবিতায় কবি আসাদ চৌধুরী’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সন্ধ্যায় রেডহট তন্দুরীতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পর্বের বিষয় ছিল ‘কবিতায় কবি আসাদ চৌধুরী’।  

কবি কাজী হেলালের উপস্থাপনায় আয়োজনের শুরুতে কবি আসাদ চৌধুরী ও সদ্য প্রয়াত প্রিয় মুখ রেখা হাবিবুল্লাহ’র স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কবির প্রতিকৃতিতে সবার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন আলোককর্মী ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরিন ইভা।  

স্বাগত বক্তব্য রাখেন আলোক অভিভাবক মির্জা রহমান। আয়োজনের বিষয়বস্তুর উপর লিখিত বক্তব্য রাখেন সামিনা নাসরিন চৌধুরী ও মম কাজী। 

 

কবি’র কবিতা, মানবিকতা, আদর্শ, সবাইকে অবলীলায় আপন করে নেয়াসহ নানা দিক নিয়ে আলোকিত কথামালায় কবি’র প্রতি শ্রদ্ধা জানান আলোক অভিভাবক হাসান মাহমুদ, লেখক ও সংগঠক আশরাফ আলী ও সাদি আহমদ, সাহিত্যিক জসিম মল্লিক, সাংবাদিক শওগাত আলী সাগর, কবি মেহরাব রহমান, শিশু সংগঠক রওশন আরা, কবি রেজা অনিরুদ্ধ ও কবি হোসনে আরা জেমী।   


কবি’র কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দিলারা নাহার বাবু, সুমন মালিক, ফারহানা আহমেদ, নাজমা কাজী, নুসাইবা, ফ্লোরা নাসরিন ইভা প্রমুখ।


কবির নিবেদিত স্বরচিত কবিতা পড়েন- তাসমিনা খান, মুনিরা সুলতানা মিলি, আরিয়ান হক, আশরাফ আলী ও ঋতুশ্রী ঘোষ।

কবিকে নিয়ে লেখা বিভিন্ন কবি’র কবিতা থেকে আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন, দিলারা নাহার বাবু, কামরুন নাহার হিরা ও ফাতেমা খান বিধুর।   

অনুষ্ঠানের শেষাংশে আবেগময় অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন কবিকন্যা নুসরাত জাহান শাওলি। সবার শেষে অনাড়ম্বর এই আয়োজনে উপস্থিত কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী, সুধীজন সকলের প্রতি আলো দিয়ে যাই-এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও সবাই আলো দিয়ে যাই-এর পথচলায় সাথে বলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

‘কবিতায় কবি আসাদ চৌধুরী’ শিরোনামের এই আয়োজনে অন্যান্য সুধীজনের সাথে আরও উপস্থিত ছিলেন কবি বাদল ঘোষ, কবি ঋতু মির, কবি রেজা সাত্তার, কবি কাম্রুন্নাহার সুপ্তি, কবি সাইদুল খান, লেখক বিদ্যুৎ সরকার, আলোক সুহৃদ দেওয়ান মোতাহের ও মিথিলা রহমান নীলা, আবৃত্তিশিল্পী শিখা আখতারি আহমেদ, মুনিমা শারমিন, মার্জিয়া মৌ, ইরা নাসরিন, বদরুদ্দোজা সিদ্দিক-সহ আরও অনেক আলোকিত মুখ।