NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

ইসরায়েলের জন্য নতুন মার্কিন সামরিক সহায়তা ঘোষণা হতে পারে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ এএম

ইসরায়েলের জন্য নতুন মার্কিন সামরিক সহায়তা ঘোষণা হতে পারে

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্রের প্রধান সরবরাহকারী যুক্তরাষ্ট্র হামাসের হামলার পর দেশটির জন্য রবিবার নতুন সামরিক সমর্থন ঘোষণা করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ কথা বলেছেন।

ব্লিনকেন সিএনএনকে বলেন, ‘ইসরায়েলিরা যে সুনির্দিষ্ট অতিরিক্ত অনুরোধগুলো করেছে, আমরা তা দেখছি। আমার মনে হয়, আপনারা আজ এ সম্পর্কে আরো শুনতে পাবেন।

 

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা ছিল, হামাসের আক্রমণ মোকাবেলা করতে এই মুহূর্তে ইসরায়েলকে যা যা প্রয়োজন তার সব কিছুই আমরা দিচ্ছি, তা নিশ্চিত করা।’

কয়েক দশকের মধ্যে সংঘাত সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। ইসরায়েলি পক্ষের ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দেশটির সরকারি প্রেস অফিস বলেছে। অন্যদিকে গাজার কর্মকর্তারা কমপক্ষে ৩৭০ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।

 
দুই পক্ষের হাজার হাজার মানুষ আহত হয়েছে।

 

এ ছাড়া ব্লিনকেন বলেছেন, ‘আমাদের কাছে খবর রয়েছে, বেশ কয়েকজন আমেরিকান নিহত হয়েছে। আমরা এটি যাচাই করার জন্য অতিরিক্ত সময় কাজ করছি। একই সময়ে, আমেরিকানদের নিখোঁজ হওয়ার খবরও রয়েছে।

 
আমরা সেই খবরগুলোও যাচাই করার জন্য কাজ করছি।’

 

তিনি এবিসিকে বলেছেন, ‘এটি একটি বিশাল সন্ত্রাসী হামলা। এতে সরায়েলি বেসামরিক নাগরিকদের তাদের শহরে, তাদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে দেখেছি, আক্ষরিক অর্থে গাজার সীমান্তের ওপারে লোকেদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং ইসরায়েলজুড়ে এর প্রভাব কল্পনা করতে পারেন।

 
বিশ্ব যা দেখেছে তাতে পদক্ষেপ নেওয়া উচিত।’