NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

নতুন প্রেমে মজেছেন টেলর সুইফট!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

নতুন প্রেমে মজেছেন টেলর সুইফট!

চলতি বছরের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। প্রকাশ্যেই সম্পর্কে ছিলেন দুই তারকা। তবে এক ফ্রেমে নিজেদের ধরে রাখতে পারেননি কেউ।

 
অবশেষে বিচ্ছেদের পথে পা বাড়ান উভয়ে। এরপর নিজের চলমান ইরাস ট্যুর নিয়েই ব্যস্ত টেলর। মাঝে নাম জড়িয়েছিল তারকা ম্যাটি হিলির সাথে, যদিও সেই গুঞ্জন দীর্ঘস্থায়ী হয়নি। 

 

তবে হঠাৎ করেই ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সঙ্গে নাম শোনা যাচ্ছে এই বিশ্বখ্যাত পপকুইনের।

 
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ট্র্যাভিসের প্রেমে মজেছেন টেলর! এরই মাঝে মিসৌরির কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে রবিবারের ফুটবল ম্যাচে ট্র্যাভিস কেলসের খেলা দেখতে হাজির ছিলেন সুইফট। পরে দুজনকে একসঙ্গেও দেখা গেছে। 

 

1
ট্র্যাভিসের মা ডোনার সাথে টেলর সুইফট

১২ বারের গ্র্যামি বিজয়ী গায়িকাকে ট্র্যাভিসের মা ডোনার সাথে কেলসে উল্লাস করতে দেখা গেছে। দুইবারের সুপার বোল চ্যাম্পিয়ন সুইফটকে সংরক্ষিত স্যুট থেকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

 
খেলা শেষে প্রাক্তন এনএফএল ক্রীড়াবিদ জ্যারেট পেটনের ধারণ করা একটি ছোট ভিডিওতে সুইফট ও ট্র্যাভিসকে একসঙ্গে ভেন্যু থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। কেলস, একটি প্যাটার্নযুক্ত টু-পিস পোশাক পরেছিলেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসির সঙ্গে সংক্ষিপ্ত সম্মতিও প্রকাশ করেছিলেন। সুইফট ও কেলসকে একসাথে ঘনিষ্ঠভাবে হাঁটতে দেখা গেছে ভিডিওটিতে।

 

দুজন আনুষ্ঠানিকভাবে ডেট করছেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে বলেছে যে টেলর সুইফট এই মুহূর্তে কাজের প্রতি খুব মনোযোগী এবং তার বান্ধবীদের সাথেই সময় দিচ্ছেন।

 
সূত্রটি আরো জানায়, সুইফট খেলা দেখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন এবং তা প্রত্যাখ্যান করতে পারেননি। ট্র্যাভিস তাকে খেলায় আমন্ত্রণ জানিয়েছিল এবং অবশ্যই তিনি আসতে রাজি হয়েছেন। কারণ এটি ছুটির দিন কাটানোর জন্য একটি দুর্দান্ত উপায়।

 

সুইফট ও ট্র্যাভিস কেলসের মধ্যে অনুমানমূলক রোম্যান্সের গুজব চললেও, কেউ আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।