NYC Sightseeing Pass
Logo
logo

ইন্ডিয়ানার ফিউনারেল হোমে পচেছে ৩১ মরদেহ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

ইন্ডিয়ানার ফিউনারেল হোমে পচেছে ৩১ মরদেহ

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্য ইন্ডিয়ানায় একটি ফিউনারেল হোমে ৩১টি মরদেহের সন্ধান মিলেছে। পুলিশ জানিয়েছে, এর মধ্যে কয়েকটি মরদেহ পচনশীল অবস্থায় পাওয়া গেছে। অন্ত্যেষ্টিক্রিয়া না করে এসব মরদেহ কেন এভাবে রাখা হয়েছে তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মেজর আইজ্যাক পার্কার বলেন, ইন্ডিয়ানার দক্ষিণাঞ্চলের জেফারসনভিলের লুইসভিল শহরতলীতে পুলিশ শুক্রবার সন্ধ্যায় ল্যাঙ্কফোর্ড ফিউনারেল হোম অ্যান্ড ফ্যামিলি সেন্টারে ৩১টি মরদেহ খুঁজে পেয়েছে। এর মধ্যে কিছু মরদেহ পচনশীল ছিল।’ খবর এসোসিয়েট প্রেসের

তিনি বলেন, ভবন থেকে তীব্র গন্ধ ছুটেছিল। অফিসাররা বিল্ডিংয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় মৃতদেহ খুঁজে পান। কিছু মৃতদেহ মার্চ থেকে শেষকৃত্যের জন্য এখানে রাখা হয়। পার্কার বলেন, ‘এটি একটি খুব অপ্রীতিকর দৃশ্য। পরিস্থিতি ভালো ছিল না। বাড়ির মালিক শুক্রবার থেকে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তদন্ত চলছে।’

মালিকের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হলেও জবাব দেননি। শনাক্তকরণের জন্য দেহাগুলো ক্লার্ক কাউন্টিঅফিসে নিয়ে যাওয়া হয়। কারো কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে কাউন্টি অফিসে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এক নারী জানান, তার ভাইয়ের মৃতদেহ দাহ করার জন্য এই ফিউনারেল হোমে দেন তিনি। গত এপ্রিলে তার মৃত্যু হয়। তিনি ভাইয়ের দেহাবশেষ পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

তারা ওয়েন নামের ওই নারী জানান, তিনি ভাইয়ের দেহাবশেষ চাইলে পরিচালক বলেন যে, এই মুহূর্তে তিনি অনেক কাজ নিয়ে ব্যস্ত।

তবে অন্ত্যেষ্টিক্রিয়া না করে এসব মরদেহ কেন পচিয়ে ফেলা হচ্ছিল এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এর বেশি কিছু জানানো হয়নি।