NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

আয়ুষ্মানের পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৪৮ এএম

আয়ুষ্মানের পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক

এতদিন শুধু কণ্ঠই শুনছিলেন সবাই। অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। সব আড়ালে সরিয়ে আগমন হয়েছে ‘ড্রিম গার্ল’ পূজার; যে চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। 

এ সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে রীতিমতো হইচই পড়ে গেছে। এ সিনেমায় আয়ুষ্মানের যে লুক দেখা গেছে তাতে দেখা যাচ্ছে- তার পরনে লেহেঙ্গা, কোমর অবধি লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক। এ দেখে অবাক অনেকেই। এই সিনেমার প্রথম অংশে দর্শক শুধুই পূজার কণ্ঠ শুনেছিল। এ বার পূজার চরিত্রে নারীবেশে আয়ুষ্মান দেখবেন দর্শক। 

এত দিনে বহু বহু চরিত্রে দর্শক দেখেছেন আয়ুষ্মানকে। তবে পূজার চরিত্রে অভিনয়ের জন্য কিছুটা দোটানাতেই ছিলেন নায়ক। বুঝতে পারছিলেন না, পূজার লুকে আদৌ তাকে মানাবে কি না। তবে লুক সেট হওয়ার পর নিজের টিমের কাছেও বেশ কিছু ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন। তার স্ত্রী তাহিরা কাশ্যপও প্রশংসা করেছিলেন। যা অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছিল নায়ককে।

পূজার চরিত্রে নিজেকে সাজিয়ে তোলা খুব একটা সহজ ছিল না আয়ুষ্মানের পক্ষে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, লখনউয়ের তীব্র দাবদাহে এত মেকআপ, ভারী পোশাক পরে শুটিং করা সহজ ছিল না। বুঝতে পারছিলাম যে, মুখের মেকআপ গলে পড়ছে। ওই সব পোশাক পরাও বেশ কঠিন ছিল। অনেক বার মেকআপ ঠিক করতে হয়েছে। 

তবে দর্শকের ইচিবাচক মন্তব্যে খুশি অভিনেতা। আগে ‘ড্রিম গার্ল’ নায়কের বিপরীতে ছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে।