NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা

সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা ও সোয়েটারের পিসরেট নির্ধারণসহ সব গ্রেডের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার (১১ আগস্ট) প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়াসহ সব কিছুর ভাড়া বাড়ায় গার্মেন্টস শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি বেসিক ৬৫ শতাংশে নিচে করা যাবে না। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং ৭টি গ্রেডের পরিবর্তে ৫টি গ্রেড করতে হবে।

এ সময় আগামী এক মাসের মধ্যে মজুরি ঘোষণা না করা হলে এবং দাবি আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা না গেলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, উপদেষ্টা আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সহ-সভাপতি জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।