NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বিশ্ব স্কাউটস জাম্বুরীতে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৬ এএম

বিশ্ব স্কাউটস জাম্বুরীতে ‘বাংলাদেশ ডে’ উদযাপিত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৫ তম বিশ্ব  স্কাউট  জাম্বুরীতে বর্ণাঢ্যভাবে ‘বাংলাদেশ ডে’ উদ্‌যাপন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য গত ৪ আগস্ট বিকালে বিশ্ব জাম্বুরী ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৭১০ জন স্কাউট ও লিডার দেশীয় শাড়ি, লুঙ্গি, পায়জামা, ফতুয়া, পাঞ্জাবি ও গামছা  নিয়ে বর্ণিল সাজে অংশগ্রহণ করেন। বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হয় পিঠা, পুলি, নাড়ু, মোয়া, বাতাসা দিয়ে। মঞ্চে স্কাউট সদস্যগণ পরিবেশন করেন মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান , লোকগীতি ও নৃত্য। মনোরম এই সংস্কৃতি অনুষ্ঠান উপস্থিত বিদেশি অতিথিবৃন্দকে আনন্দিত ও  মুগ্ধ করে৷

জাম্বুরী হেডকোয়ার্টারের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশ নেওয়া দেশগুলোর আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটসের গ্রোথ ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ২৫ তম বিশ্ব স্কাউটস জাম্বুরীর ক্যাম্প চিফ সাইমন হাং বক্ রী এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নাল স্কাউটসের চেয়ারম্যান জনাব ডেল বি করভেরা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের সম্প্রসারণে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুইটি করে দলখোলা ও সকল শিক্ষার্থীকে স্কাউটিং এর প্রশিক্ষণের আওতায় আনার কথা উল্লেখ করেন। উপস্থিত সকল বিদেশি স্কাউট নেতা করতালির মাধ্যমে এর প্রশংসা করে৷

 

বিশেষ অতিথি ড. মো. মোজাম্মেল হক খান তার বক্তব্যে স্কাউট সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ স্কাউটস এর চতুর্থ অবস্থান ও স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশে ৫০ লক্ষ স্কাউটের স্বপ্নসহ দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হেড অব কন্টিনজেন্ট ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার আন্তর্জাতিক মো. মাহমুদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপাবলিক অব কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের ৭১০ জন অংশগ্রহণকারী স্কাউট ও নেতা রঙিন দেশীয় পোষাকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জাম্বুরী এলাকা প্রদর্শন করেন।