NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের  কন্সুলার সহকারী মো. ইবাদ উল্লাহ্, অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব চন্দন কুমার শাহ এবং মিশনের এডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্টস) শিরিন ফারজানা। পরে শেখ কামালের ওপর নির্মিত একটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ,  প্রবাসী ব্যবসায়ী ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মাদবর ও মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভিউ কনস্ট্রাকশন প্রা. লি.এর  চেয়ারম্যান মো. দুলাল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আম আবুল কালাম আজাদ বলেন, তরুণ ও যুব সমাজকে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী অনুসরণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সুন্দর জীবন গঠনের জন্য আহ্বান জানান। 

তিনি বলেন, আসুন আমরা সকলেই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়নের গতিকে আরও ত্বরান্বিত করি। যার ফলে বিশ্বের দরবারেই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি সাদেক, সহ-সভাপতি মনির হোসেন, শাহজালাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নুরে আলম রিন্টু, গাজী সাদেক, সাইফুল ইসলাম, নুরে আলম ভূঁইয়া, মীর হোসেনসহ  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। 

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ১৫ আগস্টে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রবাসী ইমাম মাওলানা মো. তাজুল ইসলাম। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।