NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

সাফে সালাউদ্দিনের ১৩, টুর্নামেন্ট ২৭


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

>
সাফে সালাউদ্দিনের ১৩, টুর্নামেন্ট ২৭

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ আগস্ট। স্বাগতিক নেপাল ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই টুর্নামেন্ট ১৭ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর চলবে এই চ্যাম্পিয়নশিপ। 

আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সাফের নির্বাহী সভা ও কংগ্রেস। বিকেলে কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার আগে হয়েছিল নির্বাহী সভা। সেই সভায় নারীদের সাফের নতুন সূচি অনুমোদিত হয়েছে। শ্রীলঙ্কার পরিস্থিতি সংকটময় হলেও দেশটির ফেডারেশন ৫-১৬ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ  আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। আজকের নির্বাহী সভায় সাফের ডিসিপ্লিনারি এবং কোড অফ কন্ডাক্ট অনুমোদন হয়। 

বিকেলে সাফ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেই কংগ্রেসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চতুর্থ বারের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। চার বারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও দুই সহ-সভাপতি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদ আগামী কংগ্রেসে নির্বাচনের মাধ্যমে পূরণ হবে। 

পুনরায় সাফের দায়িত্ব পেয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘২০০৯ সালে আমি যখন সাফের দায়িত্ব নিয়েছিলাম তখন সাফের মাত্র একটি টুর্নামেন্ট ছিল, সাফ চ্যাম্পিয়নশিপ । আমার এই সময় পর্যন্ত সাফের নানা পর্যায়ে ২৭ টি টুর্নামেন্ট করেছি। এর মাধ্যমে প্রমাণ হয় আমরা কতটা গতিশীল।’ 

সালাউদ্দিনের ১৩ বছরে সাফের যত টুর্নামেন্ট-
সাফ চ্যাম্পিয়নশিপ  : ৬
সাফ নারী চ্যাম্পিয়নশিপ : ৫
সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপ :৬
সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপ : ৩
সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ : ৪
সাফ অ-১৮, ১৯ নারী চ্যাম্পিয়নশিপ : ৩