NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

বলিউড নায়কদের গোপন তথ্য ফাঁস করলেন রাভিনা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩১ এএম

বলিউড নায়কদের গোপন তথ্য ফাঁস করলেন রাভিনা

সাজে শুধু নায়িকারাই, নায়কেরা তো আর সাজে না— এমনভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। কারিনা কাপুরের শোতে হাজির হয়ে বলিউড নায়কদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এ অভিনেত্রী।

নায়িকাদের মেকআপ, সার্জারি, বোটক্স এসব নিয়ে সব সময় খোঁটা শুনতে হয়, অথচ নায়কদের এ ব্যাপারে কেউ প্রশ্ন করে না। এ প্রসঙ্গে রাভিনা বলেন, ‘যত প্রশ্ন, কটাক্ষ সব আমাদের। হিরোদের তো কেউ কিছু জিজ্ঞেস করে না। কী মনে করে? ওরা এসব করে না? হিরোরা বোটক্স করে না? তাহলে যত আঙুল আমাদের দিকে কেন? ছেলেরা যৌবন ধরে রাখতে কী এমন খায় যেটা আমরা জানি না, কিংবা আমরা হিরোইনরা তার নাগাল পাই না? যদিও আমাদের হিরোরা যত বয়সই হোক না কেন, তাদের অল্পবয়সী হিরোইন চাই।’

একপর্যায়ে ওঠে এলো ‘আন্দাজ আপনা আপনা-এর সিক্যুয়েল প্রসঙ্গ। এই ছবিতে রাভিনার সঙ্গে অভিনয় করেছিলেন কারিনার বড় বোন কারিশমা কাপুরও। অভিনেত্রীর কথায়, “আমি তো মজা নিয়েছিলাম একসময়, যে ‘আন্দাজ আপনা আপনা ২’ কখনো যদি তৈরি হয় তাহলে দেখব আমির আর সালমান তখন আমাদের ছবিতে মালা দিচ্ছে। আর নতুন ২১ বছরের হিরোইন নিয়ে আবার সিনেমা শুরু হচ্ছে।”

রাভিনা ট্যান্ডনকে আগামীতে দেখা যাবে ‘ওয়ান ফ্রাইডে নাইট’ ছবিতে। এতে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে রাভিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মিলিন্দ সুমন। ছবিটি পরিচালনা করেছেন মণীশ গুপ্তা।