NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১২:৪৯ পিএম

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা: পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। তাই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের 'পার্লামেন্ট মেম্বার্স ক্লাব' প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

এসময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

 

শিরীন শারমিন চৌধুরী বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে। জীবনকে নানামুখী সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

' পরিবেশ সংরক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি।

 

কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম  ও সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।