NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজনে সম্প্রীতির জয়গান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১২ এএম

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজনে সম্প্রীতির জয়গান

নিউইয়র্ক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জয়গানে কম্যুনিটির উন্নয়ন-অগ্রগতির পরিপূরক কর্মকাণ্ডে সহযোগিতার দিগন্ত প্রসারিত রাখার সংকল্পে ২ জুলাই অনুষ্ঠিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন। নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হেকশ্চার স্টেট পার্কে এ উপলক্ষে গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীগণের মিলনমেলা বসেছিল। প্রবাস প্রজন্মের উচ্ছ্বাসেও কমতি ছিল না বিভিন্ন প্রতিযোগিতা থাকায়। 

ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মো. আবুল কাশেমের সমন্বয়ে কার্যকরী কমিটির সকল কর্মকর্তা বনভোজনের অতিথিগণকে স্বাগত জানান। বিনোদনমূলক খেলাধুলার পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভির নেতৃত্বে অন্য সদস্য-কর্মকর্তারা। নিউইয়র্কে অন্যতম জনপ্রিয় ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ ও সাপ্তাহিক আজকালের সৌজন্যে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের পর যুগ্ম সম্পাদক শাহ ফারুক সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা ঘটান। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, শেফালি সারগাম এবং লাল্টু মিয়া পড়ন্ত বিকেলকে গানে গানে ভরিয়ে দেন।

সবশেষে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক  বিমানের টিকিট, স্বর্ণালংকার এবং নগদ অর্থ পুরস্কারের র‌্যাফেল ড্র। ১২টি পুরস্কারের অধিকাংশই পেয়েছেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য আলিম খান আকাশ এবং সভাপতি রাশেদ আহমেদ। এবিপিসির তহবিল সংগ্রহের অভিপ্রায়ে এই র‌্যাফেল ড্র সুচারূরুপে অনুষ্ঠানে সর্বাত্মক সসহায়তায় ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ জামান তপন।

 

বনভোজনের মনোমুগ্ধকর বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। কম্যুনিটিতে এ সময়ে সবচেয়ে জনপ্রিয় কৃইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের পক্ষে ইঞ্জিনিয়ার কাফি অসুস্থ প্রবাসীগণকে বাসায় গিয়ে স্বাস্থ্য-সেবা প্রদানে চলমান কর্মসূচি আলোকপাত করেন। আর এভাবেই বনভোজনের আয়োজনটি প্রবাসীদের সামগ্রিক কর্মকাণ্ডের দিশারিতে পরিণত হয়েছিল। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আদিত্য শাহীন, জলি আহমেদ এবং শাহ ফারুক।