NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মেক্সিকোতে ঘূর্ণিঝড় আগাথায় ১১ জনের প্রাণহানি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ এএম

>
মেক্সিকোতে ঘূর্ণিঝড় আগাথায় ১১ জনের প্রাণহানি
 
 

আগাথার প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি। এতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ বানের জলে ভেসে গেছে, নয়তো মাটিতে চাপা পড়েছে।

আগাথা মেক্সিকো উপকূলে পুয়ের্তো অ্যাঞ্জেলের কাছে ঘণ্টায় ১৬৯ কিমি গতিতে আঘাত হানে। তবে উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলে।

একই সঙ্গে মুষলধারে বৃষ্টির কারণে নদীগুলো প্লাবিত হয়ে পাহাড়ের ধারে পানি চলে যায়। এতে বন্যার সঙ্গে সঙ্গে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটে।

ওয়াক্সাকার গভর্নর আলেজান্দো মুরাত বলেছেন, অন্তত পাঁচজন নদীতে ভেসে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত শহর সান্তা কাতারিনার ডি জানাগুর মেয়র বলেন, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

স্থানীয় মেয়র রামোস বলেছেন, ‘আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। বিদ্যুৎ–সংযোগও নেই। সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

ঘূর্ণিঝড় আগাথা পাহাড়ি এলাকার গ্রামগুলোতে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশিত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।