আর্ন্তজাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কেউ যদি ইউক্রেন নিয়ে আলোচনা করে, তাদের কথা রাশিয়া শুনতে প্রস্তুত রয়েছে। ইউক্রেন যুদ্ধের ১০ মাস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ল্যাভরভ।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনের অভিযোগ হলো- রাশিয়া তার সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সময় পেতে আলোচনা চাইছে। ইউক্রেনের এটা অযৌক্তিক অভিযোগ।

 

 

 

ল্যাভরভ আরো বলেন, পশ্চিমাদের সঙ্গেও আলোচনায় ফিরতে আগ্রহী রাশিয়া। তবে সে জন্য গত বছরের ডিসেম্বরে মস্কো যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে, সেসব আলোচনার যোগ্যতা নিয়ে তাদের মানসিকতা পাল্টাতে হবে।  

তিনি আরো বলেন, ন্যাটোর (পশ্চিমা সামরিক জোট) কারণে দক্ষিণ চীন সাগর এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তারা এর আগে  ইউক্রেনে উত্তেজনা বাড়াতে একই কাজ করেছিল।  

তিনি এ-ও বলেছেন, (ন্যাটোর) এই উসকানিকে চীন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, সেটা আমরা জানি। আমরা বুঝতে পারছি যে ন্যাটো এ অঞ্চলে আগুন নিয়ে খেলছে; আর সেটা রাশিয়ার জন্য হুমকি ও ঝুঁকি তৈরি করছে। সে কারণে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা রাশিয়া বাড়িয়ে দিচ্ছে এবং যৌথ মহড়া করছে।

তিনি আরো বলেন, ভারতে রাশিয়ার প্রভাব কমানোর চেষ্টা করছে পশ্চিমারা। তারা ভারতকে রাশিয়া ও চীনবিরোধী জোটে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
সূত্র : রয়টার্স