আর্ন্তজাতিক ডেস্ক: টুইটারের কর্ণধার ইলন মাস্ক গত সোমবার তার বিছানার পাশে রাখা একটি টেবিলসহ কিছু জিনিসপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিটি দেখে প্রায় সকলেই অবাক। ছবির বিবরণে তিনি লিখেছিলেন, ‘আমার বিছানার পাশের টেবিল। ’
সাধারণত বিছানার পাশের টেবিলে মানুষ যা যা রাখে তার কোনোটাই ছিল না মাস্কের টেবিলের ছবিতে।
ছবিতে টেবিলের ওপর ঠাণ্ডা পানীয়র ক্যান, একটি পানির বোতল দেখা যায়। তবে অবাক করা ব্যাপার, এর বাইরেও আরো ছিল দুটি বন্দুক। খোলা বাক্সে রাখা বন্দুক দুটি সবাইকে আশ্চর্য করেছে।
এখানেই শেষ নয়, মাস্ক নিজেই তাঁর ছবির নিচে লিখেছেন, ‘শুভেচ্ছা, আমি মাস্কেট, ইলন মাস্কেট। ’ এখানে তিনি সম্ভবত ‘মাস্কেট’ বলতে ষোড়শ শতাব্দীর একধরনের বন্দুক বুঝিয়েছেন। মাস্কেটের মতোই একটি বন্দুক তাঁর টেবিলেও দেখা গেছে।
ইলন মাস্কের পোস্ট করা এই ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ছবিটি প্রায় আট লাখ মানুষ পছন্দ করেছে।
এ ছাড়াও বন্দুকটি কি আসল? তিনি শোবার ঘরে বন্দুক নিয়ে কী করছেন? এটি খেলনা বন্দুকও হতে পারে―এ রকম আরো অনেক প্রশ্ন এবং মন্তব্য এসেছে ছবির নিচে।
কয়েক দিন ধরে ইলন মাস্ক এবং তাঁর টুইটার কার্যালয়কে ঘিরে নানা রকমের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। ঠিক তারই মাঝে মাস্কের ব্যক্তিগত জীবনের এই ছবি ঘিরে আবারও নেটিজেনদের মধ্যে শুরু হলো নানা রকমের জল্পনা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা